কিছু ডিসগাস্টিং ওয়াজ দেখলাম। এই ওয়াজের হুজুররাই নেপথ্যে বাংলাদেশ শাসন করছে। এরা চিৎকার করে রাজনীতির কথা বলছে, কী’ আইন আনতে হবে দেশে, কীভাবে চলবে দেশ, কোন রাজনীতিককে লাত্থি মেরে বের করে দিতে হবে, মন্ত্রীদের কাকে ফায়ার করতে হবে, কাকে মেরে ফেলতে হবে।
ইস্কুলের সিলেবাস কী হবে। মেয়েদের পোশাক কী হবে। রেডিও টেলিভিশানে কী শোনাতে হবে সব।ইসলামটা আসলে কোনও ধর্ম নয়। ইসলামটা প্রথম থেকে শেষ অবধি রাজনীতি। ইসলামের রাজনীতি করে একদা ইসলামের নবী ক্ষমতার চূড়ায় উঠেছিলেন।
Discussion about this post