বিশেষ প্রতিবেদকঃস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ জাহিদুর রহমান ৬ ডিসেম্বর রোববার সিলেটের আখালিয়াস্থ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে পরিদর্শন করেন । তাঁকে স্বাগত জানান জেলা কমান্ডান্ট এনামুল খাঁন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কার্যালয়ের সার্কেল অ্যাডজুট্যান্ট এ.এস.এম এনামুল হক সহ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ জাহিদুর রহমান সিলেট জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ের বিভিন্ন স্থাপনা, সিলেট রেঞ্জের এম.আই রুম ও ৭০ দিন মেয়াদী ভিডিপি সদস্যদের বেসিক কম্পিউটার প্রশিক্ষণ ক্লাস পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপ-সচিব প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। তিনি তরুণ ভিডিপি প্রশিক্ষণার্থীদের ভালো ভাবে প্রশিক্ষণ গ্রহণ করে আত্ম কর্মসংস্থান সৃষ্টি সহ নিজেকে সফল উদ্যোক্তা হিসাবে গড়ে তোলার আহবান জানান।
সূত্র জানায় তিনি ৭ ডিসেম্বর সোমবার সিলেট জেলা বিভিন্ন উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারের সার্বক্ষণিক শারীরিক ও বাসভবনের নিরাপত্তায় নিয়োজিত সশস্ত্র আনসার সদস্যদের কার্যক্রম পরিদর্শন করবেন।
Discussion about this post