মিজানুর রহমানঃখুলনা জেলার দাকোপের বাজুয়া ইউনিয়ন পরিষদের মহিলা সংরক্ষিত ৪.৫.৬ নং ওর্য়াডের সম্ভব্য সদস্য পদপ্রার্থী রুবি খান ১৫ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টার দিকে বাংলাদেশ প্রেস ক্লাব দাকোপ শাখায় এক জনকিন্য সাক্ষাৎকালে রুবি খান বলেন আমি নির্বাচিত হলে সাধারণ মানুষের পাশে থেকে অসহায় ও দরিদ্র মানুষের সেবায় নিজেকে নিবেদিত রাখব। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়ানোই আমার মুখ্য ভুমিকা থাকবে, সরকারি অনুদানের বিষয়ে সকলের সাথে সম্পৃক্ততা রেখে সুষম ভাবে বন্টন করব।
আমি আওয়ামীলীগের রাজনীতি করি দলের সাথে নিজেকে সম্পৃকতা রেখে সাধারন মানুষের সেবা করে যাচ্ছি কখন ও অন্যায় কে প্রশ্রয় দিবোনা।তিনি সকলের দোয়া ও আর্শিবাদ প্রথনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব দাকোপ শাখার আহবাহক মিজানুর রহমান, তাপস মহালদার,মিজান ফারাজী ও তবিয়াজ সরকার প্রমুুখ।
