বিশেষ প্রতিবেদকঃসিলেট দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়ন অফিসের নিকটে ইয়াং বাংলা ফাউন্ডেশন আমাদের মানবতার দেয়ালের শুভ উদ্বোধন করা হয়।
শুক্রবার বিকেলে আমাদের মানবতার দেয়ালের উদ্বোধন করেন দক্ষিণ সুরমা উপজেলা প্রধান নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী। এসময় ইয়াং বাংলা ফাউন্ডেশনের এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সমাজের বিত্তবান লোকজন ইয়াং বাংলা ফাউন্ডেশনের পাশে এসে যদি সমাজকে অসহায়মুক্ত গড়ে তোলতে সার্বিক সহযোগিতা করেন তাহলে আমরা সুখি সুন্দর একটি সমাজ পাবো।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো: মিনহাজ আহমদের পরিচালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম শাইস্তা, দক্ষিণ সুরমা কলেজের সহযোগী অধ্যাপক মুহিবুর রহমান, ব্রিটিশ কাউন্সিল স্কুলস এম্বাসেডর ও জালালাবাদ পাবলিক বি.এল উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক মো: শাহনেওয়াজ, সানফ্লাওয়ার কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক শাহাব উদ্দিন সহ মোগলাবাজার ইউনিয়নের স্বনামধন্য ব্যক্তিবর্গ।
এসময় আরও উপস্থিত ছিলেন ইয়াং বাংলা ফাউন্ডেশন এর সহ- সভাপতি আব্দুল আহাদ জাবের, অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক গোলাম সরওয়ার নোমান, সদস্য আনসার আহমদ, আমিনুর রহমান প্রমুখ।