বিশেষ প্রতিবেদকঃপৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার। প্রথম ধাপে ২৪টি পৌরসভার মধ্যে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভাতেই ভোট গ্রহণ হবে। করোনাভাইরাস সংক্রমণের মধ্যে ভোটার উপস্থিতি নিয়ে সংশয়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ইতিমধ্যে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
সাধারণ কেন্দ্রে তিনজন পুলিশ সদস্য (অস্ত্রসহ), একজন অঙ্গীভূত আনসার সদস্য পিসি (অস্ত্রসহ), অঙ্গীভূত আনসার একজন এপিসি (অস্ত্র/লাঠিসহ) ও অঙ্গীভূত আনসার (লাঠিসহ তিনজন পুরুষ ও তিনজন নারী সদস্য) নিয়ে সাধারণ কেন্দ্রে মোট ১১ জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে।
গুরুত্বপূর্ণ কেন্দ্রে চারজন পুলিশ সদস্য (অস্ত্রসহ), একজন অঙ্গীভূত আনসার সদস্য পিসি (অস্ত্রসহ), অঙ্গীভূত আনসার একজন এপিসি (অস্ত্র/লাঠিসহ) ও অঙ্গীভূত আনসার (লাঠিসহ চারজন পুরুষ ও তিনজন নারী সদস্য) মিলিয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রে মোট ১৩ জন।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মহিউদ্দিন মাহামুদ সোহেল বলেন, পৌরসভা নির্বাচন উপলক্ষে পুলিশের পক্ষ থেকে সব রকমের প্রস্তুতি শেষ হয়েছে। সন্ত্রাসী যে দলেরই হোক না কেন বিন্দুমাত্র সুযোগ কেউ পাবে না। প্রতিটি কেন্দ্রে পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি মোবাইলটিম ও টহল টিম থাকবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে একজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। রাখা হয়েছে স্ট্রাইকিং ফোর্স।
সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদিউল আলম, ধানের শীষ প্রতীকে আবুল মনছুরসহ তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৬৩ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।