বিশেষ প্রতিবেদকঃজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। এতে ৬ টি গ্রপে সিকৃবির শিক্ষকরা অংশ নেন।
এদের মধ্যে শিক্ষকদের ৪টি গ্রপ ও মহিলা শিক্ষকদের ২টি গ্রপ রয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবনের সামনে ডরমিটরি ব্যাডমিন্টন কোর্টে টুর্নামেন্টের উদ্বোধন করেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. জামাল উদ্দিন ভুইঁয়া, প্রফেসর ড. মো. আতিকুজ্জামান, সিকৃবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ড, ড. মো. মনিরুল ইসলাম সোহাগ, ড. বিশ্ব
এ সময় উপস্থিত ছিলেন সিলেট কৃষি জিৎ দেবনাথ, ড. চন্দ্র কান্ত দাস, ড. মাহবুবুল আলম, ড. তরিকুল আলম, ড. বাশির উদ্দিন, ড. ওমর শরীফ, শহীদুল্লাহ্ কায়সার মামুন, সরকার ইব্রাহিম খলিল, মো. আবুল কাশেম, ড. আবদুল্লাহ আল মামুন, ড. মেহেদী আদনান, মো. রাফাত আল ফয়সাল, কিশোর কুমার সরকার, মো. আরিফুল ইসলাম, মো. তৌশিকুর রহমান।
সিকৃবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ড বলেন, বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্ট নিয়ে শিক্ষকদের মধ্যে উৎসবের আমেজ দেখা দিয়েছে। উদ্বোধন করার কথা ছিলো ভিসি মহোদয়ের।
তিনি অসুস্থ থাকায় উদ্বোধনী অনুষ্ঠানে না আসলেও সমাপনী অনুষ্ঠানে পুরষ্কার বিতরণ করবেন।