বিশেষ প্রতিবেদকঃ এসো সড়ক দুর্ঘটনা মুক্ত বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সেবক চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে সেবক সংগঠন কর্তৃক ফ্রী ডিফেন্সিভ ড্রাইভিং প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন ও সেবক চট্টগ্রাম উত্তর জেলা শাখা কমিটির পরিচিতি সভা সেবক চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি সুজন মল্লিক এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সেবক চট্টগ্রাম উত্তর জেলা শাখা দিদারুল আলমের সঞ্চালনায় ২০ ফেব্রুয়ারি বিকেল তিন ঘটিকায় মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলরুমে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ,ম,ম দিলশাদ।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সেবক এর প্রতিষ্ঠাতা সভাপতি খান মোহাম্মদ বাবুল।
প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ দেন সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির কাজী আব্দুল কাইয়ুম, বিশেষ অতিথি সহ-সভাপতি চট্টগ্রাম প্রাইমুভার ট্রেইলর শ্রমিক ইউনিয়ন সেলিম খান, সভাপতি সেবক যশোর জেলা শাখা মোঃ মতিয়ার রহমান,সহ-সভাপতি সেবক কেন্দ্রীয় কমিটি হাজী মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সেবক চট্টগ্রাম মহানগর মোহাম্মদ শহীদুল্লাহ। যুগ্ন সম্পাদক চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম কল্যাণ ঐক্য পরিষদ হাছান মাহমুদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সেবক চট্টগ্রাম উত্তর জেলা শাখা রুস্তম আলী, বাহারউদ্দিন, মাহাবুদ, হাকিম,হোসেন,তসলিম মিয়া সহ আরো অনেকে। উক্ত অনুষ্ঠানে প্রতিমাসে ফ্রী ডিফেন্সিভ ড্রাইভিং প্রশিক্ষণ কর্মশালা কর্মসূচি ঘোষনা করা হয়।
Discussion about this post