সিলেট প্রতিনিধিঃঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে পুুষ্পস্তবক অর্পন করা হয়েছে। রোববার (৭ই মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসক প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে এ শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সুবেদার বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রইছ আলী, সুবেদার মেজর বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা মিরন মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুন নুর চৌধুরী (সার্জেন্ট অব.), বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছ আলী, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মনাফ, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা অসিদ আলী, বীর মুক্তিযোদ্ধা আকলু মিয়া, বীর মুক্তিযোদ্ধা কচির মিয়া, বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন ।
কেন্দ্রীয় যুব কমান্ড সদস্য ও যুবলীগ নেতা মনোজ কপালী মিন্টু, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা সভাপতি জিল্লুর রহমান, সদর যুব কমান্ড সভাপতি শায়েস্তা তালুকদার, যুব কমান্ড সদর সহ সভাপতি রফিক তালুকদার, জেলা সদস্য জুবায়ের আহমদ, সিলেট মহানগর যুব কমান্ডের আহবায়ক মানিক আহমদ, যুগ্ম আহবয়ক আজিজুর রহমান খান, সেক্রেটারী সালাউদ্দিন,সদস্য জিহাদী সহ কার্যকরি পরিষদের নেতৃবৃন্দ সহ আরো অনেকে ।
Discussion about this post