সিলেট প্রতিনিধিঃবয়েজ অব গোয়াবাড়ীর আয়োজনে সিলেট নগরীর পাঠানটুলাস্থ গোয়াবাড়ী এলাকায় ১ম খালিকুজ্জামান খালিছ মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গোয়াবাড়ী জামে মসজিদের মোতাওয়াল্লি আলহাজ্ব ফজলুর রহমানের সভাপতিত্বে ও প্রথম বিভাগ ক্রিকেট লীগের সহকারী সম্পাদক এহিয়া আহমদ সুমনের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সাইফুর রহমান খোকন, সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল খেলোয়াড় এনামুল হক জুনিয়র, বিশিষ্ট মুরব্বি বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশা, ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য আবুল মহসিন চৌধুরী মাসুদ, সুদীপ দে, জুমাদিন আহমদ, রাহাত তরফদার, মাহফুজ চৌধুরী জয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা শ্রমিকলীগের সভাপতি মকবুল হোসেন খাঁন, গোয়াবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মতিউর রহমান মতিন, খালিকুজ্জামান খালিছ, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড সিলেট শাখা ব্যপস্থাপক দেবজ্যোতি মজুমদার রতন, আলমগীর আলম, গোলাম মোস্তফা খান, আব্দুল হাকিম, মোহনা সমাজ কল্যাণ সংস্থা (বøক-সি গোয়াবাড়ী) শাখার সভাপতি সাইদুর রহমান সাইদ, সাধারণ সম্পাদক আতাউর রহমান মাহি-সহ আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষানুরাগী, ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ প্রমুখ।
খেলায় মা মহলকে পরাজিত করে এস এম এস একতা চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে তুমুল উত্তেজনাপূর্ণ খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের পাশাপাশি বর্তমান যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই
Discussion about this post