জি,এম,আব্দুল মজিদ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃজন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন তরুন সমাজ সেবক সাংবাদিক মামুন কিছু কিছু মানুষ আছেন, যারা পৃথিবীতে আসেন তাদের চারপাশের সবকিছুকে আলোকিত করার জন্য। তাদের উপস্থিতি সবাইকে আনন্দে মাতিয়ে রাখে। সামাজিক কিংবা পারিবারিক বন্ধনে বেঁধে রাখেন আশেপাশের মানুষগুলোকে। পঙ্কিলতা যাদেরকে কখনো স্পর্শ করে না। মন হয় না কখনো কলুষিত। নিষ্পাপতাই যাদের প্রধান শক্তি ঠিক সেরকম একজন অতি সাধারণ মানুষ সাংবাদিক ডি এম আব্দুল্লাহ আল মামুন। জন্মদিনের প্রথম প্রহর থেকেই জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন মামুন । জন্মদিনের প্রথম প্রহরে পরিবারের সদস্যদের সাথে কেক কেটে জন্মদিন উদযাপন শুরু করেন সাংবাদিক ডি এমএ মামুন। তার পরে ছুটে যান মূমুর্ষ এক রোগীকে রক্তদান করতে। রক্তদান করে নিজের জন্মদিনটাকে একটু ভিন্নভাবে উপস্থাপন করলেন সাংবাদিক মামুন। “রক্তদানে ভয় না পেয়ে হাতটা দিন বাড়িয়ে রক্তদান মহান দান সব দানকে ছাড়িয়ে” একাধিক রাস্তার পাগল কে খাওয়ায়ে ও মুমূর্ষ রোগীর প্রাণ বাচাতে সেচ্ছায় রক্তদান করে নিজের জন্মদিনটাকে একটু ভিন্নভাবে উপস্থাপন করলেন জাতীয় দৈনিক মানবাধিকার প্রত্রিকার শ্যামনগর প্রতিনিধি ও দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সাংবাদিক অনলাইন দৈনিক দক্ষিণের কণ্ঠস্বর পত্রিবার সম্পাদক তরুন সমাজ সেবক ডি এম আব্দুল্লাহ আল মামুন। ০৭/০৪/২০১৮ তারিখ শনিবার সাংবাদিক ডি এম আব্দুল্লাহ আল মামুন এর ২১তম জন্মদিন। সে জন্য নিজের জন্মদিনটাকে একটু ভিন্নভাবে উৎযাপন করেন। এবং রাতে জন্মদিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার এ.কাদের রক্তদান সংস্থার নিবেদিত প্রাণ রক্তদাতা ও স্বেচ্ছাসেবক সাংবাদিক ডি এম আব্দুল্লাহ আল মামুন রক্তদানের আহ্বানে সুদূর কাশিমাড়ী থেকে নওয়াবেঁকী প্যাথলজী সেন্টার সকালে ছুটে এসে এবং ৮বছর বয়ষের থ্যালাসেমিয়া আক্রান্ত এক শিশুর প্রাণ বাচাতে রক্তদান করেন। উল্লেখ্য, মামুন শুধুমাত্র নিজে রক্তদানের মধ্যেই সীমাবদ্ধ থাকেন না। প্রতিদিন বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের অসহায় রোগীদের জন্য অনেক রক্তদাতা ম্যানেজ ও করে দেন মানবতার এই সৈনিক। নিজের জন্মদিনে রক্তদানের মধ্য দিয়ে মানবতার সেবায় এগিয়ে আসার জন্য “এ. কাদের রক্তদান সংস্থার” পক্ষ থেকে রক্তদাতা সাংবাদিক ডি এম আব্দুল্লাহ আল মামুন কে অনেক ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়। ভিন্নভাবে নিজের জন্মদিন পালন সম্পর্কে জানতে চাইলে সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন বলেন।আমার জন্মদিন পালন উপলক্ষে শনিবার রাতে জয়নগর সমাজ কল্যাণ সংস্থার কার্যালে জন্মদিনের পাটি ছিল। কিন্তু আমি সেটা না করে। রক্তদান ও অসহায় রাস্তার একাধিক পাগল কে খাওয়ায়ে ভিন্নভাবে আমার জন্মদিন পালন করছি। এই ২১তম জন্মদিনে তিনি বলেন, মানবতার সেবাই প্রকৃত ধর্ম, তিনি সব সময় মানুষের সেবাই কাজ করতে চান। যতদুর সম্ভব অসহায় মানুষের পাশে থেকে সুখ দুঃখের ভাগিদার হওয়ার কথা ব্যক্ত করেন। তিনি সব সময় মানুষের পাশে থেকে সেবা করার জন্য সকলের দোয়া চান।