সিলেট প্রতিবেদকঃসর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
বুধবার সকাল ১১ টায় সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদারের নেতৃত্বে মহানগর যুবলীগের সকল নেতাকর্মীকে সাথে নিয়ে এই শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে ২৭টি ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সিলেট মহানগর যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Discussion about this post