তপু রায়হান রাব্বী, জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মধুপুর, বটতলার রাস্তার মাঝ খানে ১০ই এপ্রিল রোজ মঙ্গলবার রাত ৮টায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু এবং প্রায় ১৯ জন আহত । ধৌবাউরা থেকে ছেরে আশা ময়মনসিংহ গামি বাস , লরির সাথে ধাক্কা লেগে, একজন স্পটে মারা গেছে আর একজনকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেবার পথে রাস্তাই মারা যায় । আহত ১৯ জনদেরকে প্রথমিক চিকিৎসা দেওয়া হয়। এবং যারা গুরুত্ব আহত হন তাদেরকে হাসপাতালে পাঠানো হয়। দূর্ঘটনার পার কিছুখন যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এশে যানযট এবং যানচলাচল নিয়ন্ত্রনে আনে। নিউজ করা পর্যন্ত কারও ঠিকানা পাওয়া যায়নি।