৭১ বাংলাদেশ ডেস্কঃ প্রধানমন্ত্রীর বরাত দিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির এ তথ্য জানিয়েছেন। এদিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী আজ জাতীয় সংসদে কোটা বিষয়ে কথা বলবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এসে দুপুরে এক ফেসবুক পোস্টে জাকির লিখেছেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যা বলেন তা করেন। বিগত দিনে কোটা পদ্ধতি সংস্কার নিয়ে চলমান আন্দোলনের প্রেক্ষিতে ছাত্র সমাজের পক্ষ থেকে আজ সকালে আমরা (সভাপতি, সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ) মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সাথে সাক্ষাত করি। তিনি বলেন, ‘সরকারি চাকরিতে কোনো কোটা পদ্ধতি থাকবেনা।’