কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার দেবিদ্বারে একটি বিয়ে বাড়ির গায়ে হলুদের অনুষ্ঠানে গান বাজানোকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ২ যুবক নিহত এবং আরও অন্তত ২০ জন আহত হয়েছে ,
বুধবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার আব্দুল্লাহপুর ইনসাফ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন- উপজেলার আব্দুল্লাহপুর (জীবনপুর) গ্রামের হাবিব মিয়ার পুএ সাইফুল ইসলাম (২০) ও একই গ্রামের রেনু মিয়ার পুএ ফাহিম মিয়া (১৯)।
সূত্র জানায় আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি ৪ জন হলো মুরাদনগর উপজেলার গুঞ্জর গ্রামের সেলিম মিয়ার পুত্র সজিব(১৮) তার গলা কাটা। মজিবুর রহমানের পুত্র মামুন(২০) তার বুক ও পেটে ছুরিকাঘাত। জয়নাল আবেদীনের পুত্র আক্তার হোসেন (১৮) তার পেটের ভুড়ি বের হয়ে গেছে । নিহত ২ জনের নাম-পরিচয় নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।
স্থানীয়রা জানান, বুধবার রাত পৌনে ১ টার দিকে উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে বিয়েবাড়িতে গান বাজানো কেন্দ্র করে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে । এতে ঘটনাস্থলে এক যুবকের মৃত্যু হয় । পরে গুরুতর অবস্থায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয় ।
এ ঘটনায় আহত পাঁচজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যান্যদের দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, এ ঘটনায় কনের বাবাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্য দোষীদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ ।