কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শেওরাতলী মসজিদ সিএনজি ফিলিং স্টেশনের সামনে এক মাদক কারবারিকে গ্রেফতার করেন ।
এসময় আটককৃত মাদক কারবারির কাছ থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন এসআই কামাল উদ্দিন, এসএসআই মাসুদ আজ ভোরে জেলা গোয়েন্দা পুলিশের এসআই কামাল উদ্দিন ও এএসআই মাসুদ রানাসহ সঙ্গীয় ফোর্স ।
আটক মাদক কারবারি শাহাদাৎ হোসেন (৩২) জেলার সদর দক্ষিণ উপজেলার লালবাগ গ্রামের বাবুল মিয়ার ছেলে।