সিলেট প্রতিবেদকঃসিলেটের দক্ষিণ সুরমায় রাশিদ আলী ফাউন্ডেশন এর উদ্যোগ ও সাউথ সুরমা বøাড ডোনেশন এন্ড সোস্যাল অর্গানাইজেশনের সার্বিক সহযোগিতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র বঞ্চিত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান ৯ এপ্রিল শুক্রবার দুপুরে জালালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান, সিলেট ৩ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আবু জাহিদ।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শহীদুর রহমান শাহীন, জালালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেন, আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখলাকুল আম্বিয়া বাতিন, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়েছ আহমদ।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান, সমাজ সেবক ও যুব সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ বলেন, আর্ত মানবেতর কল্যাণে রাশিদ আলী ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকে এলাকার দরিদ্র বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
বিভিন্ন দুর্যোগময় সময় এই ফাউন্ডেশন অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করে থাকে, তিনি এ ফাউন্ডেশনের সকল মানবিক কার্যক্রমের প্রশংসা করেন।
আবু জাহিদ বলেন, সরকার দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছে, সরকারের পাশাপাশি সামাজিক ফাউন্ডেশন, সমাজের বিত্তবান, সমাজসেবী সহ সবাইকে এগিয়ে আসার আহবান জানান।