সিলেট নগরের সুবিধা বঞ্চিত শ্রমজীবি ও কর্মজীবি শত শত মানুষকে ইফতার সামগ্রী বিতরণ করেছেন সিলেট মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাধারন সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
২০ এপ্রিল মঙ্গলবার বাদ আসর নগরীর রিকাবী বাজারে অবস্থিত কবি নজরুল ইসলাম অডিটোরিয়াম গেইটের সম্মুখে শত শত সুবিধা বঞ্চিত গরীব মানুষের মাঝে প্যাকেটজাত ইফতার সামগ্রী বিতরণ করেন।
আসাদ উদ্দিন আহমদের ব্যক্তিগত উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি বলেন, বিগত কোভিড-১৯ করোনাকালীন লকডাউনে অভাবী মানুষজন খাদ্য সংকটে পড়েছিলেন। অভাবী মানুষের এই সংকটকালে তাদের হাতে একমুঠো ইফতার খাবার তুলে দেওয়া মানবিক কাজ। তিনির এই খাদ্য সামগ্রী বিতরণ পর্যায়ক্রমে নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ ট্রাফিক মোড়ে অবস্থান নিয়ে অভাবী মানুুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।
আসাদ উদ্দিন বলেন, শ্রমজীবি মানুষের অভাবের অবস্থা বুঝতে পেরে তিনি ঘরে বসে থাকতে পারেননি। মানবিক উদ্যোগ নিয়ে গণমানুষের দুর্ভোগের প্রতি নজর দিয়ে আল্লাহ পাকের কৃপা লাভের উদ্দেশ্যে এই মানবিক কাজে আসাদ উদ্দিন আহমদ মনোযোগী হয়েছেন।
আসাদ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ এই লকডাউনের মাঝে মানুষের সংকটে পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এবং ঐক্যবদ্ধ হয়ে দলীয় নেতাকর্মীদের দরিদ্র জনগোষ্ঠীর সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করার আহ্বান জানান।
ইফতার সামগ্রী বিতরণকালে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং গণমাধ্যম কর্মীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
ইফতার সামগ্রীর মধ্যে ছিল ভুনা চানা, খিঁচুড়ী, পেয়াজু, বেগুনী, আলুর চপ, জিলাপী, খেজুরসহ আধা লিটার বোতলজাত পানি।