দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের ফতেহাবাদ গ্রামের ‘‘ফতেহাবাদ গরীব দুঃখী ফাউন্ডেশন’র” উদ্যোগে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সমাজের, অসহায়, কর্মহীন, দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের লোকজনদের মাঝে ইফতার ও রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
২৩ এপ্রিল বৃহষ্পতিবার বিকেলে ফতেহাবাদ গ্রামে করোনাকালীন সময়ে সরকারের ঘোষিত করোনাকালীন নীতিমালা সামাজিক দুরত্ব বজায় রেখে ফতেহাবাদ গ্রামের ২১০ টি পরিবারের মাঝে পবিত্র মাহে রামজানের ইফতার ও রামজানের খাদ্য সামগ্রী বিতরণ করেন সংগঠনেটির স্বেচ্ছাসেবীরা।
ফতেহাবাদ গরীব দুঃখী কল্যান ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ সেবক মো. সাইফুল ইসলাম মিঠু, ফতেহাবাদ গরীব দু:খী কল্যান ফাউন্ডেশনের সভাপতি হাজী সেলিম সরকার রিপন, সহ-সভাপতি হাজ্বী জসিম উদ্দিনসহ অন্যান্য সদস্যদের অর্থিক সহযোগিতায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মাওলানা মো. মেহেদি হাসানের সঞ্চালনায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৌদি আরব প্রবাসী মো. মনির হোসেন এর পিতা হাজ্বী সহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আমজাদ হোসেন, আক্তার হোসেন, তারেক গাজী, নাঈম গাজী,সোহাগ গাজী, হেলাল গাজী,নজরুল মুন্সী,মো.আবদুর রশিদ ব্যাপারী,শামীম জমাদার, সফিকুল ইসলামসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।
এসময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা সৌদি আরব প্রবাসী মো. মনির হোসেন বলেন, এই সংগঠনটি সম্পূর্ণ একটি অরাজনৈতিক, মানবিক ও সেচ্চাসেবী সংগঠন। এই সংগঠনের সদস্যরা সমাজের দুস্থ অসহায়, দরিদ্র, খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে এবং সমাজের জন-কল্যাণ মূলক কাজ করার অঙ্গিকার নিয়েছেন। তিনি আরো বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে কারোর বিন্দু পরিমান উপকার করতে পারলে আমার জীবন স্বার্থক।
আমরা এলাকার অসহায় মানুষদের বিভিন্ন সময় আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহযোগীতা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। প্রসঙ্গত, ফতেহাবাদ গরীব দুঃখী কল্যাণ ফাউন্ডেশন করোনার প্রথম ধাপে, বিভিন্ন দুর্যোগে ও পবিত্র রমজানে এবং ঈদে সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে বেশ প্রশংসিত হয়েছে ফতেহাবাদ গরীব দুঃখী ফাউন্ডেশন নামক এই সংগঠনটি।