বাবলু বড়ুয়াঃবুধবার (৫ মে) চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় এক জুয়ার আসরে ধাওয়া দিয়ে জুয়া ও মাদক সেবন এর সরঞ্জাম পুড়িয়ে দেয় এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কিছুদিন ধরে বহিরাগত কিছু বখাটে যুবক টাঙ্কির পাহাড় এলাকায় এসে জুয়া এবং মাদক সেবন করতো। তাদের এই অত্যাচারে অতিষ্ট হয়ে পডেন এলাকাবাসী।
আজ রাতে ৯৯৯ এ পুলিশ কে অবগত করলে খুলশী থানা পুলিশের স্পেশিয়াল টিম এস আই আনোয়ার হোসেনের নেতৃত্বে ও বেশ কিছু সাংবাদিক মিলে অভিযান চালালে। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বখাটে যুবকরা ।
এরপরে ক্ষুদ্য হয়ে এলাকাবাসী জুয়া ও মাদকের সরঞ্জাম পুড়িয়ে দেয় ।
এ বিষয়ে জানতে চাইলে খুলশী থানা পুলিশের এস আই আনোয়ার হোসেন বলেন , আমাদের কে এলাকাবাসী ৯৯৯ এ কল করে এই বিষয়ে জানালে,
তার পর পরেই আমরা এই অভিযান পরিচালোনা করি।
কাউকে গ্রেফতার করা সম্ভব হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, না কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।
আমাদের আসার খবর পেয়ে বখাটে যুবকরা পালিয়ে যায় ।