নগরীর ওসমানী মেডিকেল কলেজ মাঠে সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট ফাউন্ডেশনের বিভাগীয় সভাপতি ও এসএম এন্টারপ্রাইজের পরিচালক মির্জা এসএম সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও মো. লিটন আহমদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা, নজরুল ইসলাম ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও রেফারী হাসান আলী বাদল, সিলেট জেলা ক্রীড়া সংস্থার প্রবীণ সদস্য গোলাম হোসেন চৌধুরী রুস্তম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. ওসমান আলী, বাবলু আহমদ, তুহিন আহমদ, রানা আহমদ ও সুহেল আহমদ।
উদ্বোধনী খেলায় বাগবাড়ী ফুটবল দল ১-০ গোলে কেওয়াপাড়া ফুটবল দলকে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করে।
Discussion about this post