আসন্ন শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব ও শুভদ্রা মহারাণীর রথযাত্রা মহোৎসব উপলক্ষে সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে সরকার কর্তৃক সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এই মতবিনিময় সভা সিলেট নগরীর লামাবাজারস্থ শ্রীশ্রী কৃষ্ণ-বলরাম জিউর আখড়ায় ১৮ জুন শুক্রবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু। মতবিনিময় সভায় সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি শ্রী অনিল কিষণ সিংহ ও সাধারণ সম্পাদক শ্রী নৃপেন্দ্র সিংহ বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, আগামী ১২ জুলাই সোমবার প্রথম রথযাত্রা ও ২০ জুলাই মঙ্গলবার উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে।
Discussion about this post