৭১ বাংলাদেশ ডেস্কঃচট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ২৮০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ।
দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম কারণ হচ্ছে মাদকাসক্তি। মাদকাসক্তির ভয়াল থাবা প্রতিনিয়ত সমাজকে ধ্বংস করে ফেলছে।জানাগেছে মাদকদ্রব্যের টাকা জোগাড়ের জন্য মাদকাসক্ত ব্যক্তিরা বিভিন্ন ধরনের অনৈতিক ও অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। এর প্রেক্ষিতে যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন দেশব্যাপী বিভিন্ন মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। দেশব্যাপী মাদকদ্রব্যের বিস্তাররোধ এবং দেশের যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাবের মাদক বিরোধী অভিযান দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক বিশেষভাবে প্রশংসিত হয়েছে।সূত্র জানায় এরই ধারাবাহিকতায় র্যাব-৭, চট্টগ্রাম এ বৎসর ০১ জানুয়ারি ২০১৭ হতে অদ্য ১৭ এপ্রিল ২০১৮ ইং তারিখ পর্যন্ত সর্বমোট ৪২৫ টি বিভিন্ন ধরনের অস্ত্রসহ মোট ৫২ টি ম্যাগাজিন এবং ৫,৬৭৮ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি,কার্তুজ উদ্ধারের পাশাপাশি ৮০ লক্ষ ২২ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৯ হাজার ৬২৬ বোতল ফেন্সিডিল, ২,৭৮৮ বোতল বিদেশী মদ ও বিয়ার, ০৫ লক্ষ ৯৭ হাজার ৮৭৫ লিটার দেশীয় তৈরী মদ, ৯২২ কেজি ৪৮০ গ্রাম গাঁজা, ৩৬০ গ্রাম হেরোইন এবং ৭ কেজি ৪২৫ গ্রাম আফিম উদ্ধার করেছে। এরই ধারাবাহিকতায়, র্যাব ৭ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে , কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন রেলবিট এলাকায় দেশীয় তৈরি চোলাই মদ মজুদ করে বিক্রয় করে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ১৬ এপ্রিল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল মাহমুদ, পিপিএম এর নেতৃত্বে র্যাব-৭ এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ ইসমাইল হোসেন (৪৮), পিতা- চান মিয়া, গ্রাম- দক্ষিণ পুড়ার পাড়া, পো- গাবতলী মাদ্রাসা, থানা- নরসিংদী সদর, জেলা- নরসিংদীকে আটক করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর দেয়া তথ্যের ভিত্তিতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীর বাসার ভিতরে (জালাল কলোনীর ভাড়া বাসা) তল্লাশী করে ড্রাম, প্লাষ্টিকের জারিকেন, প্লাষ্টিকের কন্টিনারে বিভিন্ন স্থানে সুকৌশলে লুকানো অবস্থায় ২৮০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চোলাই মদের আনুমানিক মূল্য ০১ লক্ষ ৪০ হাজার টাকা।