মঙ্গলবার ৩ আগস্ট নগরীর লালখান বাজার মতি ঝর্নার ৫ নাম্বার গল্লির ভিতর হোসনে আরা বেগমের বাড়ী থেকে মোঃ সুমন নামের একজন মাদক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় এক কেজি গাজা দুই শত পিছ ইয়াবা ট্যাবলেট সহ মাদক বেঁচাকেনার পঁচিশ হাজার ছয়শত বিশ টাকা উদ্ধার করে খুলশী থানা পুলিশ।
সূত্রে জানা যায়, মোঃ সুমন ও তার ভাই সাদ্দাম এবং তাদের মা হোসনে আরা বেগম সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের দিয়ে দীর্ঘদিন যাবৎ মাদকের ব্যবসা করে আসছে উক্ত এলাকায়।
এলাকাবাসীর তথ্য মতে দীর্ঘদিন যাবৎ এই পরিবারটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের তোয়াক্কা না করে এলাকায় মাদকের ব্যবসা পরিচালনা করে আসছে। ইতি পূর্বে তাদের নামে খুলশী থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। এলাকাবাসী আরো জানান, মামলা হতে জামিনে এসে আবারও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এলাকায় মাদকের ব্যবসা পরিচালনা করে পরিবারটি।
খুলশী থানার মামলার সূত্র অনুযায়ী জানা যায়, মোঃ সুমন (২০) এর নামে ৫টি মামলা, তার ভাই মোঃ সাদ্দাম (২৬) এর নামে ৪টি মামলা ও তাদের মা হোসনে আরা বেগমের নামে ৬টি মামলা সহ তিন জনের নামে মোট ১৫ টি মামলা রয়েছে শুধুমাত্র খুলশী থানায়। এতগুলো মাদকের মামলা থাকার পরেও তাদের এমন ঘৃণ্য জঘন্য সমাজবিরোধী ও যুব সমাজ ধ্বংসের কার্যক্রম বন্ধ হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী।
এ বিষয়ে জানতে চাইলে লালখান বাজার ১৪ং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল জানান, পরিবারটি দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদকের ব্যবসা করে আসছে। এর আগেও তিনি খুলশী থানা পুলিশকে সাথে নিয়ে এলাকার এই চিহ্নিত মাদক ব্যবসায়ী হোসনে আরার বাসায় অভিযান পরিচালনা করেন। তিনি আরো বলেন, এলাকার অন্যান্য মাদক ব্যবসায়ীদের এমন জঘন্য কার্যক্রমের বিরুদ্ধে সামাজিক ভাবে আমরা সব সময় আমাদের নৈতিক দায়বদ্ধতা থেকে শক্ত অবস্থানে আছি এবং অন্য যারা মাদকের ব্যবসায়ের সাথে জড়িত আছে আমরা অতি শিগ্রই তাদের চিহ্নিত করে প্রশাসনকে অবগত করবো। সে যেই হোক, মাদকের ব্যাপারে কাউকেই ছাড় দেয়া হবে না বলেও তিনি জানান।
স্থানীয় যুবলীগ নেতা মোঃ রফিকুল ইসলাম রানা বলেন, আমরা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ সহ সকল নেতা কর্মীরা মিলে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সোচ্চার আছি।
উল্লেখ্য যে, পুরো মতিঝর্না এলাকায় মাদক কারবারির সংখ্যা অলিতে-গলিতে প্রতিয়মান। দীর্ঘদিন যাবৎ তারা প্রকাশ্যে ও গোপনে মাদকের ব্যবসা করে আসছে উক্ত এলাকায়।
এই অভিযানটি পরিচালনার সময় চিহ্নিত মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ার সময় মোঃ সুমন কে গ্রেপ্তার করেন পুলিশ, ঘটনা স্থল থেকে মোঃ সাদ্দাম ও তার মা হোসনে আরা সহ অন্যান্যরা পালিয়েছেন বলে জানায় পুলিশ। খুলশী থানা পুলিশের পক্ষে এই অভিযানটি পরিচালনা করেন পুলিশের উপ-পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন ও তার সঙ্গীয় ফোর্স।
এ ব্যাপারে জানতে চাইলে খুলশী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুজ্জামান দৈনিক ৭১ বাংলাদেশ পত্রিকাকে জানান, আমরা প্রতিনিয়ত মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছি। এর আগেও আমরা ওয়ার্ড কাউন্সিলর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে যুব সমাজ ধ্বংস কারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি এবং আমাদের এই অভিযান ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে।
আজ ভোর ৫ টা থেকে ওৎপেতে অবশেষে তাদের আমরা ধরতে সক্ষম হই বলে তিনি জানান।
Discussion about this post