ফেনসিডিল ও ইয়াবা সহ দুই পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। শনিবার বিকেলে যশোর শহরের মোমিন নগর সমবায় সমিতি ভবনের আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়েছে।
ফেনসিডিল ও ইয়াবা সহ দুই গ্রেফতারকৃত কনেস্টবলে মধ্যে আজম মোল্য যশোর চাঁচড়া ফাঁড়িতে কর্মরত (কং ১৭৩৪) বাগেরহাট সদর উপজেলার জয়গাছি গ্রামের মৃত আব্দুল জব্বার মোল্যার ছেলে। আর মোহাম্মদ মুজাহিদ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কচুয়া পোতা গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
গ্রেফতারকৃত দুই পুলিশ সদস্যের সম্পর্কে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, ‘পুলিশ কনস্টেবল মুজাহিদ ও আজম মোল্যা (বরখাস্ত) যশোর আবাসিক হোটেলের ৪১০ নম্বর কক্ষে অবস্থান করছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে কসবা পুলিশ ফাঁড়ির এসআই খায়রুল আলম সেখানে অভিযান চালান। সেখানে ২ বোতল ফেনসিডিল ও ১০ পিস ইয়াবা এবং ইয়াবা সেবনের যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
Discussion about this post