সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য এডভোকেট লুৎফুর রহমানের মরদেহে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে সিলেট জেলা পরিষদ প্রাঙ্গনে নেত্রীবৃন্দ এ শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাছিত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালমা সুলতানা, জেলা আওয়ামী লীগের সদস্য নাজনীন হোসেন, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদিকা এ. জেড. রওশন জেবীন রুবা, সহ-সাধারণ সম্পাদিকা মাধুরী গুন, প্রমুখ।
Discussion about this post