পূবালী ব্যাংক লিমিটেড সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক দেওয়ান জামিল মাসুদ বলেছেন, বর্তমান সামাজিক এই অবক্ষয়ের যুগে ছেলে মেয়েদের আর্দশ মানুষ করতে অভিভাবকদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে।
পূবালী ব্যাংক কর্মকর্তা- কর্মচারীদের সন্তানরা উচ্চাশিক্ষা গ্রহণ করে বর্তমানে স্ব-স্ব তাদের মেধার স্বাক্ষর রাখছে।
এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। তিনি এই ধারা অব্যাহত রাখতে বৃত্তিপ্রাপ্ত ছেলে মেয়েদের প্রতি আহবান জানান। সোমবার (১৩ সেপ্টেম্বর) পূবালী ব্যাংক লিমিটেড সিলেট প্রিন্সিপাল অফিস কার্যালয়ে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বৃত্তিপ্রাপ্ত ছেলে মেয়েদের হাতে চেক প্রদান অনুষ্ঠানে বক্তৃতাকালে দেওয়ান জামিল মাসুদ উপরোক্ত কথা বলেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ব্যাংকের সিলেট পূর্ব ও পশ্চিম অঞ্চল প্রধান ডিজিএম জিয়াউল হক চৌধুরী, প্রিন্সিপাল অফিসের ডিজিএম মশিউর রহমান খান এবং আইন কর্মকর্তা এডভোকেট আবু তাহের। অনুষ্ঠানে পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরিক্ষায় কৃতকার্য হওয়া ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানরা বৃত্তির চেক গ্রহণ করেন।