রূপসী রূপের বাংলাদেশে
মানুষ হাজার রূপের
মেধাবী আর বুদ্ধিমত্তা
বাংলাদেশের মানুষ।
সাহস, ধৈর্য প্রতিজ্ঞাতে
প্রথম, প্রধান কঠিন শাসক
শক্ত ভালবাসার হাত।
ষড়যন্ত্র, দুর্নীতিবাজ
তাই তো বাংলাদেশে
সাহস পায় না আর।
ধৈর্য ধৈর্য ধৈর্য পুঁজি
সাহস তলোয়ার।
সমৃদ্ধ আর মুখের হাসি
প্রকৃত ভালবাসার ফল।
কঠিন, সাহস, ধৈর্য হল
শেখ হাসিনার শক্তি।
কবিঃমোঃতাজ উদ্দীন