চট্টগ্রাম বোয়ালখালী পৌরসভা নির্বাচন আগামী ২০ তারিখ অনুষ্টিত হবে।
২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও গাউসিয়া কমিটি বাংলাদেশ মানবিক টিমের সদস্য মোঃ নাজিম উদ্দীনের পক্ষে এলাকাবাসী ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন বলে জানা গেছে।
কাউন্সিলর প্রার্থী মোঃ নাজিম উদ্দীন বলেন, করোনাকালীন সময়ে মানবসেবায় দিনরাত করোনারোগী কে অক্মিজেন দিয়ে বাঁচানোর জন্য এবং লাশ দাফন সহ সাধ্যমত চেষ্টা করেছেন।
এলাকাবসী জানান দীর্ঘদিন ধরে আমরা দেখেছি অরাজনৈতিক আধ্যাত্মিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী মানবিক টিমে জীবন বাজী রেখে লাশ-দাফন কাফন সহ যেকোন কঠিন কাজ করতে তিনি পিছপা হননি এটাই বড় প্রমাণ।
নাজিম উদ্দীন বলেন, জনগনের সেবা করতে একটা মাধ্যম লাগে তাই তিনি কাউন্সিলর প্রার্থী হয়েছেন, মানবসেবা করা তার মুল লক্ষ্য। তিনি বলেন,২নং ওয়ার্ড তথা বোয়ালখালীবাসীর একজন মানব সেবক হিসাবে বেঁচে থাকাটা তার স্বপ্ন।
তিনি গনসংযোগকালে প্রতিটি ঘরের দরজায় গিয়ে সালাম জানিয়ে বলেন তিনি নির্বাচিত হলে উক্ত এলাকার গরিব দুঃখী মানুষের পাশে থাকবেন। ২০ তারিখ পাঞ্জাবী মার্কায় ১ টি ভোট প্রদানের জন্য উক্ত
এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান নাজিম।