বিশ্বনাথে নাবির ফাউন্ডেশনের উদ্যোগে গরিব ও এতিম শিক্ষার্থীদের মধ্যে সুষম খাবার বিতরণ করা হয়েছে।বুধবার (৬ অক্টোবর) জামেয়া ইসলামীয়া মিফতাহুল উলুম সধুর গাও বড় ধিরারাই মাদ্রাসার ছাত্রছাত্রীদের মাঝে খাবার বিতরণ করেন অতিথিবৃন্দ।
নাবির ফাউন্ডেশনের পরিচালক মো. দিলোয়ার হোসেনের সভাপতিত্বে ও নাবির ফাউন্ডেশনের সদস্য মো. ছিদ্দিকুর রহমান তালুকদারের পরিচালনায় খাবার বিতরণপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন জামেয়া ইসলামীয়া মিফতাহুল উলুম সধুর গাও বড় ধিরারাই ও আতাপুর মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা জালাল উদ্দিন, ব্যাবসায়ী মো. তাজুল ইসলাম,মো. আজমল হোসেন, নাবির ফাউন্ডেশনের সদস্য মো. ইউসুফ নাবির।
এসময় আরো উপস্থিত ছিলেন মো. আমিনুর রহমান, সাহেল আহমদ, আকতার হোসেন, নাবির ফাউন্ডেশনের সদস্য মো. ইব্রাহিম নাবির, মো. ইসমাঈল নাবির প্রমুখ। আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার নায়েবে মুহতামীম মাওলানা ফিরোজ আলী।
Discussion about this post