ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের সুগন্ধীয়া বাজারে অভিযান চালিয়ে পুলিশ বরিশালের চিহ্নিত মাদক কারবারী নুরুজ্জামান (৪৫) কে আধাকেজি গাজাসহ গ্রেপ্তার করেছে।
সোমবার (১১ অক্টোবর) রাতে ঝালকাঠি থানার এসআই সিদ্দিকুর রহমান ও এসআই আশরাফুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে রাতে ঝালকাঠি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা (নং-৬/২১ তাং-১২/১০/২০২১ইং) দায়ের করা হয়েছে।
ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ মোঃ খলিলুর রহমান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম সুগন্দিয়া বাজারে অভিযান চালায়। এসময় বরিশালের কোতয়ালী থানায় বাবনিকাঠি গ্রামের মাদক কারবারী নুরুজ্জামান শরীফ আধাকেজি গাজার একটি চালান নিয়ে বিনয়কাঠি সুগন্ধীয়া বাজারে আসলে পুলিশ তাকে আটক করে।
পরে তার দেহ তল্লাশী চালিয়ে আধা কেজি গাজা পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করে ঝালকাঠি থানায় আনা হয়। মঙ্গলবার মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে দায়েরকৃত মামলায় তাকে আদালতে সোপর্দ করা হলে জামিন নামমঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়েছে।
Discussion about this post