সোমবার ২৫ অক্টোবর ২০২১ইং চট্টগ্রাম নগরীর দেওয়ানহাটে অভিযান চালিয়ে আমির-ই-আজম খাঁন নামে ভুয়া এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয় জানিয়ে সোমবার বিকাল র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়। র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার বলেন, আজম খাঁন মুরাদনগর ফার্মেসী খুলে দীর্ঘদিন যাবৎ ভূয়া চিকিৎসার দিয়ে নিরীহ রোগীদের সাথে প্রতারণা করে আসছিলেন।
অভিযোগের সত্যতা পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে নিজেকে ভুয়া ডাক্তার বলে স্বীকার করে। তাকে ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post