জনতার কলাম-খোকন নাথঃআমি খোকন নাথ(৪০) আমার পিতা রবীন্দ্র লাল নাথ, পটিয়া হাবিলাসদ্বীপ ইউপি ৪ নং ওয়ার্ডের অধিবাসী।
আমি ব্রেন টিউমার আক্রান্ত রোগী এবং প্রতিবন্ধীও। স্ত্রীসহ দুই শিশু সন্তানের জনক। কয়েক বছর যাবত সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে প্রতিবন্ধী উপকারভোগী ভাতা পেয়ে আসছি।
আমার মতো শত শত প্রতিবন্ধীদের প্রধানমন্ত্রী যে সাহায্য -সহযোগীতা করছেন তাতে আজীবন স্মরণ করে রাখব। এতে আমরা বেচে থাকার পথ খুজে পেয়েছি ।আমি টাকার অভাবে ব্রেন টিউমারের চিকিৎসা করাতে পারছি না টিউমারের চিকিৎসা করাতে বর্তমানে আমার অনেক টাকার প্রয়োজন ।
এছাড়া দু:স্থ, অসহায়, বয়স্ক, বিধবা নারী,স্বামী পরিত্যক্তা জনগোষ্টীকে মাসিক ভাতা প্রদান অব্যাহত রেখেছেন । যাহা ভুলে যাবার মতো নয়। আজকে যারা সরকারের অভুতপূর্ব উন্নয়ন দেখে ঈর্ষান্বিত হয়ে নানান মুখি ষড়যন্ত্রে লিপ্ত তাদেরকে আমরা ঘৃণা করি আর অপছন্দ করি।
গণমাধ্যম সংবাদের মাধ্যমে জানতে পারি যে প্রতিবন্ধীদের জন্য সাড়ে চারশত কোটি ব্যয়ে ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করবেন আমাদের প্রধানমন্ত্রী।
তাই সুষম উন্নয়নের পাশাপাশি আমাদের কে সহযোগীতা করার জন্য আমি খোকন নাথ মননীয় প্রধানমন্ত্রী এবং মানবতার মা ও ১৮ কোটি মানুষের অভিভাবক শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ।
নিবদেক –
খোকন নাথ (উপকারভোগী)
৪ নং ওয়ার্ড, পাঁচরিয়া, হাবিলাসদ্বীপ ইউপি
পটিয়া, চট্টগ্রাম