সিলেট সদর উপজেলা কান্দিগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ সাদীপুর পশ্চিমপাড়ায় পূর্ব শত্রæতার জেরে এক মুদী ব্যবসায়ীর দোকান আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ১৪ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টা সময় কে বা কাহার আগুন দিয়ে পালিয়ে যায়। সাদীপুর পশ্চিমপাড়া গ্রামে মেসার্স ছয় বোন ভেরাইটিজ ষ্টোর এ ঘটনা ঘটে।
দোকানের মালিক আব্দুল আহাদ বলেন, রাতে হঠাৎ শুনি আমাদের দোকানে আগুন লেগেছে। এসে দেখি এলাকার লোকজন আগুন নিভাতে চেষ্টা করছে। এক পর্যায়ে আমার দোকানে বিভিন্ন প্রকার মুদি ও কসমেটিক্স ও সিগারেট সহ বেশ মালামাল পুড়ে ছাই হয়ে যায় যাহার সর্বমোট মূল আনুমানিক ১ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে সাদীপুর পশ্চিমপাড়া গ্রামের মুরব্বী ছইল মিয়া জানান, দোকানে আগুনের ঘটনা শুনে আমিও আমার গ্রামের লোকজন এসে দেখি দোকান বন্ধ ভিতরে আগুন। সাটারে নিচ দিয়ে কে বা কাহার আগুন দিয়ে পালিয়ে গিয়েছে। আমি জালালাবাদ থানা পুলিশকে খবর দিয়ে ঘটনাস্থলে একদল পুলিশ এসে বিষয়টি দেখে যান এবং অভিযোগ দেওয়ার কথা বলেছেন পুলিশ।যারা ঘটনার সাথে জড়িত আছে তাদের আইনের আওতায় এনে বিচার দাবী জানাই।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দোকানের মালিক আব্দুল আহাদ ।