গণপরিবহনে অর্ধেক ভাড়া নেওয়ার দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। এবার একই দাবিতে আওয়াজ উঠেছে চট্টগ্রামে।শনিবার (২০ নভেম্বর) দুপুরে এই দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগ।
সভা থেকে দ্রুত পরিবহন নেতাদের শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া আদায় নিশ্চিত করতে অনুরোধ করা হয়। নইলে চট্টগ্রাম মহানগরে আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাত্রলীগ নেতারা।
সমাবেশ থেকে গণপরিবহনের মালিক-শ্রমিকদের কাছে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় ছাত্রলীগ মহানগরীতে আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ার করা হয়।
মহসীন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কাজী নাঈমের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মফিজুর রহমান, রোহান হায়দার জাহেদ, জাহেদুল ইসলাম, মুহাম্মদ নয়ন প্রমুক
Discussion about this post