জনতা ব্যাংক লিমিটেড, সিলেট বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২১, ২০ নভেম্বর শনিবার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলস্থ গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গল্ফ এ অনুষ্ঠিত হয়।
জনতা ব্যাংক লিমিটেডের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এস. এম. মাহ্ফুজুর রহমান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পর্ষদের পরিচালক অজিত কুমার পাল-এফসিএ, পরিচালক মেশকাত আহমেদ চৌধুরী, পরিচালক কে. এম. সামছুল আলম, পরিচালক মোহাম্মদ আসাদ উল্লাহ্, পরিচালক জয়াউদ্দিন আহমেদ, ডিএমডি মোঃ জসিম উদ্দিন, ডিএমডি মোঃ আব্দু জব্বার, ডিএমডি মোঃ কামরুল আহসান।
সম্মেলনে স্বাগত বক্তব্যে রাখেন জনতা ব্যাংক লিমিটেড বিভাগীয় কার্যালয়, সিলেট এর জিএম মোঃ আব্দুল ওযাদুদ।এ সময় ব্যাংকের প্রধান কার্যালয়ের সকল জিএম ,সিলেট বিভাগের ৪টি এরিয়ার প্রধান ও ৫৯টি শাখার শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।
Discussion about this post