জনতার কলাম,আবু তাহের সর্দারঃমাননীয় মেয়র আ.জ.ম নাসির উদ্দিন চট্রগ্রাম সিটি কর্পোরেশন।আপনার নিকট এলাকাবাসীর আকুল আবেদন যে,আমাদের মোগলটুলি বারকয়াটার মসজিদ লেইন রাস্তটি ২৮ও২৯নং দুই ওয়ার্ডের মাঝামাঝি অবস্থীত।এই সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়ক।উক্ত রাস্তা দিয়ে স্কুল, কলেজ, আগ্রাবাদ বানিজ্জিক এলাকা, মার্কেট, বাজার, চট্রগ্রাম বন্দর এর লোকজন যাতায়াত করে।২০-২৫ বছরের মধ্য উক্ত রাস্তায় কোন সংস্কার হইনি। এক্টু বৃস্টি হলেই হাটু ও কোমর পরিমান পানি হয়ে যায়।এতে সাধারন জনগনের ব্যপক দুর্ভগ পোহাতে হয়।২৮ও২৯নং ওয়ার্ডের উন্নয়নের কাজ চলায় উক্ত রস্তার দুই পাশে কমার্স কলেজ রোড ও পঃ মাদারবাডী যুগিচাদ মসজিদ লেইন উচু হওয়াতে এখন দুই দিকের বৃস্টি ও নালার পানি এসে দোকান ও মানুষএর বাসাবাড়িতে ঢুকে বন্যর সৃস্টি হয়।এতে সাধারন জনগনের দৈনন্দিন জীবনের , স্কুল, কলেজ,ও অফিসগামী লোকজনের ব্যপক ক্ষতিসাধন হয়।
উক্ত রাস্তার দুই পাশে দুটি মসজিদ অবস্থীত।আসন্ন পবিত্র রমজান মাসে রাস্তার মধ্য নোংরা পানি জমে থাকলে মুস্ললীগনের এবাদত বন্দেগী কস্ট হবে।তাই
আমরা এলাকাবাসীর অনুরোধ আলহাজ আব্দুল কাদের সাহেব ও গোলাম মোঃ জোবায়ের সাহেবের কাছে আপনারা বিষয়টি গুরুত্ব দিয়ে যৌথভাবে বৈঠক করে সমস্যটির সমাধান আসন্ন পবিত্র রমজানের আগে করিয়া দিলে আপনাদের নিকট এলাকাবাসী চীরকৃতগ্ব থাকিবে।
বিষয়টি জনস্বার্থ সবাইকে শেয়ার করার অনুরোধ রইল।
মোগলটুলী বারকয়াটার মহল্লা কমিটি।ছবি-আবু তাহের সর্দারের