৭১ বাংলাদেশ প্রতিবেদকঃ চট্টগ্রাম নগরীর চকবাজার ডিসি রোড এলাকায় ডিস লাইনের ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন খুন হয়েছে।
খুন হওয়া বাক্তির নাম মো. ফরিদুল ইসলাম (৩৫)। শুক্রবার (২৭ এপ্রিল) বিকেলের দিকে এ ঘটনা ঘটে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে তিনজন। আহতরা হলেন সাগর (১৮), সাইমুন (২৮) ও মনির।
স্থানীয় সূত্রে জানা যায়, ডিস ব্যবসাকে কেন্দ্র করে নগরীর ডিসি রোডের কালাম কলোনীতে শুক্রবার দুপুরে যুবলীগ নেতা ফয়সাল ও যুবদল নেতা এমদাদুল হক বাদশা গ্রুপের অনুসারীদের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তা সশস্ত্র সংঘর্ষে রুপ নেয় ।
শুরু হয় গোলাগুলি। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরো কলোনী জুড়ে । দুই ঘন্টা সংঘর্ষের পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষে ফরিদুল ইসলাম (৩৫) নামে একজন খুন হয়েছে। সে ডিসি রোডের চান মিয়া মুন্সি লাইন এলাকার নুরুল ইসলামের ছেলে। খুন হওয়া বাক্তি ফরিদ পশ্চিম বাকলিয়া ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা বাদশা’র বন্ধু।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ নুরুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, সংঘর্ষ আপাতত থেমে গেছে। আমরা ঘটনার কারন যাচাই বাছাই করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবো।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে জানা যায়, ‘ডিসি রোড থেকে আসা গুলিবিদ্ধ একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। তার বুকে গুলি লেগেছে।’,