ফেনীর দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবাইয়াত বিন করিম এর বদলি জনিত কারণে দাগনভূঞা নাগরিক সমাজ আয়োজিত বিশাল গনসংবর্ধনা অনুষ্ঠিত হয়। ১২ ডিসেম্বর রবিবার তিনটায় আতাতুর্ক স্কুল অডিটোরিয়ামে এ সংবর্ধণার আয়োজন করা হয়। পৌর মেয়র ওমর ফারুক খাঁন এর সভাপতিত্বে প্যানেল মেয়র নুরুল হুদা সেলিম’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শাহীন মুন্সি, উপজেলা নির্বাহি কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাষ্টার কামাল উদ্দিন, ছাত্রলীগ সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ, বাজার ব্যাবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন, ব্যাবস্থাপনা কমিটির সদস্য সচিব ইফতেখার হোসেন শিবলু, প্রেসক্লাব সভাপতি সিরাজ উদ্দিন দুলাল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন মালদার, কাউন্সিলর একরামুল হক, প্রদীপ কুমার মজুমদার, মাষ্টার আবদুর রাজ্জাক প্রমূখ।
দাগনভূঞা উপজেলা করোনাকালীন সময় প্রথম সারির যোদ্ধা ও দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য সেবার ব্যাপক পরিবর্তন ও উন্নয়ন সাধনে অভূতপূর্ব অবদান রাখায় দাগনভূঞা নাগরিক সমাজের ব্যানারে সর্ব মহলের প্রতিনিধিগন ফুল ও ক্রেষ্ট প্রদান করে সন্মানিত করেন ডা রুবাইয়াত বিন করিমকে।
দাগনভূঞা পৌর মেয়র ওমর ফারুক খাঁন দাগনভূঞা পৌর নাগরিক হিসেবে সনদ প্রদান করেন। দাগনভূঞা উপজেলাবাসির অকৃত্রিম ভালবাসায় অশ্রুসিক্ত ও কৃতজ্ঞতা জানান মিসেস রুবাইয়াত। ব্যক্তিগত কর্মজীবনে দাগনভূঞা উপজেলায় নজির বিহীন সন্মান ও ভালবাসা পেয়েছেন বলে জানান ডা. রুবাইয়াত বিন করিম। তিনি আগামী কর্মজীবন ও তাঁর পরিবারের সবার প্রতি দোয়া কামনা করেন যেন আগামীতে মানুষের আরো সেবা করতে পারেন।