ফেনী জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে গনমাধ্যম কর্মী, ও সুশীল সমাজের অংশগ্রহণে উগ্রবাদ প্রতিরোধে গনমাধ্যম কর্মী, সুশীল ও ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ২০ নভেম্বর সোমবার সকালে পুলিশ লাইন্স ড্রিল শেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার বদিরুল আলমের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ মোয়াজ্জেম হোসেন। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ তোহিদুল ইসলাম।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন আরো অনেকে ।