নাটোরের সিংড়ার ডাহিয়া ইউনিয়নের বিয়াস মিস্ত্রিপাড়ার বাসিন্দা সুশান্ত সরকার পেশায় স্বর্ণকার।
বাড়ির জন্য বাজার করতে গিয়ে বাজার থেকে কেনেন দুইটি রুই মাছ। ওজন ছিল তিন কেজি।
সূত্র জানায় বাড়িতে বাজার পাঠানোর পর একটি মাছের পেটে মিললো সোনার চেইন। চেইনটি দেখতে এখন তার বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা।
সুশান্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেন, রবিবার সকাল ৮ টার দিকে ওই মাছ কিনে বাসায় পাঠায়।
মাছগুলো রান্নার জন্য তৈরি করার সময় ওই চেইন পাওয়া যায়। ওই চেইনটি ১৮ ক্যারেট সোনার তৈরি। ওজন ৪ আনা।
সুশান্তর স্ত্রী চন্দনা রাণী বলেন, মাছ দুটি বাসায় পৌঁছার পর ছেলের বউ ১১ টার দিকে আঁশ তুলে পিস করে। পরে পরিত্যাক্ত অংশ ফেলতে গিয়ে মাছের নাড়ির মধ্যে চেইন জড়িয়ে থাকতে দেখতে পায়।
Discussion about this post