ফেনীর দাগনভূঞা নবনির্বাচিত ইউপি সদস্যের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলার সিন্দুরপুর, পূর্বচন্দ্রপুর, ইয়াকুবপুর, মাতুভূঞা ও জায়লস্কর ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সি, উপজেলা আ.লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহি, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান ইমাম প্রমূখ।