চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ গ্রাম সিএনজির বিরুদ্ধে নিউজ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার সংবাদকর্মী মো: শাকিল ।
গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরীর টাইগারপাস মোড় সংলগ্ন নেভি কনভেনশন সেন্টারের সামনে মাস্ক পরিহিত ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী প্রচন্ড ভাবে মেরে আহত করে সংবাদকর্মী মো. শাকিলকে, বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চতুর্থ তলার ১৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে আহত মো. শাকিল এর সাথে কথা বললে তিনি বলেন, অফিস অ্যাসাইনমেন্ট নিয়ে তথ্য সংগ্রহ করার পর টাইগারপাস থেকে বাসায় যাওয়ার পথে নেভি কনভেনশন হলের সামনে আমাকে মেরে আমার গাড়ি ভাঙচুর করে, এছাড়া আমার মোবাইল, মানিব্যাগ সহ টাকা, প্রতিষ্ঠান এর পরিচয় পত্র, গাড়ির কাগজপত্র সন্ত্রাসীরা নিয়ে যায়।
এ ব্যাপারে আহত সংবাদকর্মী মো: শাকিল বলেন টাইগারপাসে অবৈধ গ্রাম সিএনজি মেইনটেইন করে চালাচ্ছে কিছু অসাধু ব্যাক্তি এই অসাধু ব্যাক্তিরা বহিরাগত সন্ত্রাসী দিয়ে আমাকে মেরেছে এবং আমাকে হুমকি দিয়ে নিউজ করতে নিষেধ করে ।সঠিক তথ্য প্রকাশ করা কি অপরাধ ?
চট্টগ্রাম সিএমপি কমিশনারের চলাচল নিষিদ্ধ গ্রাম সিএনজির বিরুদ্ধে কঠোর হস্তক্ষেপ থাকলেও অদৃশ্য কোন শক্তি বলে চট্টগ্রাম নগরীতে চলছে গ্রাম সিএনজি, নগরীর আকবরশা থানার সেভেন মার্কেট, খুলশী থানার ঝাউ তলা রেল ক্রসিং থেকে পলিটেকনিক, এছাড়াও আরো অনেক জায়গায় চলছে চলাচল নিষিদ্ধ গ্রাম সিএনজি, বিভিন্ন সময় দেখা গিয়েছে এ চলাচল নিষিদ্ধ গ্রাম সিএনজি দিয়ে করা হচ্ছে অনেক অনৈতিক কাজ।
টাইগারপাস এলাকাবাসী চলাচল নিষিদ্ধ গ্রাম সিএনজি বন্ধ করে জড়িত হর্তাকর্তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)এর সাংবাদিক বৃন্দ সঠিক তদন্তের মাধ্যমে সন্ত্রাসীদেরকে গ্রেফতারের দাবি জানিয়েছেন এবং মাননীয় পুলিশ কমিশনার এর হস্তক্ষেপ কামনা করেছেন সংবাদকর্মী শাকিল ।