চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে এস কে সুপার কমপ্লেক্সের ব্যবসায়ী মো. ইমাম হোসেন। আশপাশের সবাই জানেন তিনি আল মক্কা গার্মেন্টস নামক প্রতিষ্ঠানে ট্রাউজারের ব্যবসা করেন। কিন্তু তিনি যে ট্রাউজারের ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি করতেন সে খবর কেউ জানতো না।
অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ হানা দিয়ে ৪ জনকে আটক করে ।
শনিবার (৯ এপ্রিল) রাত ১১:২৫ টায় কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজারস্থ এসকে সুপার কমপ্লেক্স’র ৫ম তলার সি-৫০ নম্বর কক্ষ থেকে ৪ জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যাক্তিরা হলেন— মো. সাজ্জাদ (২৪), মো. জোবায়েদুল (২৬), মো. ইমাম হোসেন (৩৩) ও মো. রবিউল ফারুক (৩৪)।
কোতোয়ালী থানার এসআই মুহাম্মদ মোশাররফ হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২ হাজার পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে মো. ইমাম হোসেন তার আল মক্কা গার্মেন্টস নামক প্রতিষ্ঠানে ট্রাউজার ব্যবসায়ের আড়ালে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করতেন। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
Discussion about this post