বুধবার ফেনী জেলার দাগনভুঁইয়া থানা প্রাঙ্গণে দাগনভুঁইয়া ও সোনাগাজী থানার গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।
এই সময়ে আরো উপস্থিত ছিলেন ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ বদরুল আলম মোল্লা, সহকারী পুলিশ সুপারদ (দাগনভুঁইয়া ও সোনাগাজী সার্কেল) মোঃ মাশকুর রহমান পিপিএম ও জেলার উর্দ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।
এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাগনভুঁইয়া উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন ও পৌরসভা মেয়র ওমর ফারুক খানসহ কর্মরকত সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
দাগনভুঁইয়া থানার অফিসার ইনচার্জ হাসান ইমামের সার্বিক তত্বাবধানে দাগনভুঁইয়া উপজেলার ৭০ জন ও সোনাগাজী উপজেলার ৮৫ জন গ্রাম পুলিশের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন শেষে দাগনভুঁইয়া থানার নবনির্মিত পুকুর ঘাট উদ্বোধন, পুকুরে মাছের পোনা অবমুক্ত সহ থানা প্রাঙ্গনে বৃক্ষ রোপন শেষে সকলের সাথে মতবিনিময় করেন ফেনী পুলিশ সুপার।
Discussion about this post