কুমিল্লার দেবীদ্বারে রাজামেহার হাজীপাড়া যুব ফাউন্ডেশন ও প্রবাসীদের উদ্যোগে ১৫০ জন গরীব ও অসহায় মানুষদের মধ্যে হাজীপাড়া মাদ্রাসা মাঠে নগদ অর্থ সহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
হাফেজ মোঃ ইমরান খানের সঞ্চালনায়,মোঃ আলী আহম্মদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খাঁন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কাদের খান , মোঃ মজিবুর রহমান খাঁন ।
ঈদ সামগ্রী বিতরণ শেষে হাফেজ মোঃ ইমরান খান বলেন, রাজামেহার হাজীপাড়া যুব ফাউন্ডেশন একটি সামাজিক সংগঠন। আমরা প্রতি বছর এই সংগঠনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ঈদুল ফিতর ও ঈদুল আযাহার মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করে থাকি। এছাড়াও করোনার কারনে ক্ষতিগ্রস্থ পরিবারদের সুরক্ষা সামগ্রী এবং খাদ্য সামগ্রী বিতরণ করেছি। তারই ধারাবাহিকতায় আমরা দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছি। যাতে তারা ঈদটা সুন্দর ভাবে পালন করতে পারে।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,শাহ জালাল সরকার, মহসীন খান , হালিম খান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিল্লাল সরকার ও হাফেজ মনিরুল ইসলাম বাবু ও সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রুবেল খান, জাকির খান, সাদেক খান প্রমূখ।
Discussion about this post