করোনা মহামারির পর সারা বিশ্ব যখন ঘুরে দাড়ানোর প্রত্যয়ে ব্যস্ত সময় অতিবাহিত করছে, সেই সময় দেশে পবিত্র রমজান মাস জুড়েই পথ শিশু এবং অসহায় মানুষের পাশে ছিলেন চট্রগ্রামের কৃতী সন্থান হেলাল আকবর চৌধুরী বাবর।
কখনো সেহরী, কখনো ইফতার এবং কখনো ইফতার ও সেহরীর খাদ্যসামগ্রী নিয়ে পুরো চট্টগ্রাম জুড়ে ছুটে বেড়িয়েছেন যুবলীগের কেন্দ্রীয় সাবেক এই নেতা। সড়কে, রেল ষ্টেশনে, যেখানে অসহায় মানুষ পেয়েছেন, কাউকে চাইতে হয়নি,তিনি নিজেই সাধ্যমত হাত বাড়িয়ে দিয়েছেন।
আর রমজান শেষে (৩ মে ২০২২) ঈদুল ফিতারের দিনটিও পথ শিশুদের সাথে উদযাপন করলেন হেলাল আকবর চৌধুরী বাবর। ঈদের নামাজ শেষে নগরীর পুরাতন রেল ষ্টেশন ও নন্দনকানন এলাকায় ভাসমান সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে তিনি ঈদের রান্নাকরা সেমাই ও নতুন ঈদ সালামি হিসেবে নতুন টাকা বিতরণ করেন। এতে আনন্দে আত্মহারা হয়েওঠেন এসব সুবিধা বঞ্চিত শিশুরা।
ব্যাতিক্রম ধর্মী ঈদ উদযাপন বিষয়ে হেলাল আকবর চৌধুরী বাবর জানান,দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। ঈদ কোন নির্দিষ্ট শ্রেণী গোষ্ঠীর নয়, এই উৎসব সমাজের ধনী গরীব সকল শ্রেণী পেশার মানুষের।
তাই ঈদ আনন্দ সুবিধা বঞ্চিতদের সাথে ভাগাভাগি করতে আমাদের এই আয়োজন। সেমাই ও নতুন টাকা পেয়ে আজ তারা যে আনন্দ পেয়েছে, সেটা না দেখলে অনুভব করা যাবে না।
তাই আমার কাছে এই বছরের ঈদের আনন্দ অন্যরকম।