দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এক সময়ে সিজার অপারেশন বলতে কল্পনাও করা যেতোনা। গর্ভবতী রোগী ভর্তি হলে হয়তো নরমালি চেষ্টা নতুবা রেফার্ড। কিন্ত বিগত এক বছরে গর্ভবতী মায়েদের জন্য নিরাপদ স্বাস্থ্যসেবা নরমাল ডেলিভারি ও সিজার অপারেশনের মত চিকিৎসাসেবা অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন।
সাবেক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এক ডাঃ সিজার অপারেশন চালু করেন। পরবর্তীতে স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে যোগদান করেন ডা. তৌহিদুল ইসলাম। শুরু হয় রোগীদের আরোও উন্নত সেবা প্রদানে নিরন্তর প্রচেষ্টা। প্রায় সময় নরমাল ডেলিভারি, চেকআপ, আলট্রাসনোগ্রাফি অব্যাহত রয়েছে। এক্ষেত্রে বিভিন্ন কক্ষে সেটআপ করা হয়েছে বিভিন্ন সেবা হিসেবে।
গত সোমবার রাতে এক গর্ভবতী রোগী ভর্তি হন হাসপাতালে। নরমাল ডেলিভারির জন্য সর্বোচ্চ চেষ্টা থাকার পর পরেরদিন বাচ্চার পজিশন নিয়ে দূঃচিন্তায় কর্তব্যরত চিকিৎসক ও অভিভাবকগন।
রোগীর অবস্থার পরিবর্তনের কারণে কিছুটা সিদ্বান্ত হয় অন্যত্র রেফার্ড করার। কিন্ত মহান আল্লাহর অশেষ রহমতে শেষ পর্যন্ত নরমালি ডেলিভারি করাতে সক্ষম হন চিকিৎসক ও সিষ্টারগন। রোগীর অভিভাবকগন আবেগে আপ্লুত হয়ে পড়েন। অসংখ্যবার ধন্যবাদ জানান কতৃপক্ষকে। আসলে চিকিৎসকদের প্রতি বিশ্বাস, সুন্দর মনোভাব, ভ্রান্ত ধারণা নিয়ে তর্ক বিতর্ক না করে সুন্দর মানসিকতা দিয়ে সবাই পেতে পারে সর্বোচ্চ চিকিৎসাসেবা।
কিছু না দিতে পারলেও অন্তত সুন্দর ব্যাবহারে অনেক হয়রানি কিংবা অর্থনৈতিক অপচয় থেকে বেঁচে যাবে একটি রোগী। যেকোন ভালো কাজের একটু প্রশংসায় মানসিক আত্বতৃপ্তি বেড়ে যায় বহুগুন। যার ফলশ্রুতিতে কাজের অগ্রগতিও বৃদ্ধি পেতে থাকে অব্যাহতভাবে।
দাগনভূঞা উপজেলাবাসি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে যারা কাজ করছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।