সিলেট সদর উপজেলা ছালিয়া ও দক্ষিণ সুরমার কয়েক গ্রামে বন্যা দূর্গত এলাকায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
শুক্রবার (২০ মে) সকালে খাদ্য সামগ্রী বিতরণকালে আওয়ামীলীগ নেতৃবৃন্দ বন্যার্তদের সাহায্য সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। বন্যা শেষ না হওয়া পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার সহযোগিতা করে যাবেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদ, মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মহসিন কামরান,
২৬নং ওয়ার্ড কাউন্সিলার লিপন বক্স, মহানগর আওয়ামীলীগের সদস্য জুমাদিন আহমেদ, যুবলীগ নেতা ইকলাল আহমেদ, আরিফ আহমেদ সুমন, দুলাল রাজ,আলী বাহার, মহানগর ছাত্রলীগ সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, ছাত্রলীগ নেতা মন্সুর আলম ডেভিড,শহীদ শেখ, ফুয়াদ আহমেদ, রাকিব তিপুল, নুরুল হুদা, রেদওয়ান মাহিন, আব্দুল গফফার মুজাম্মিল, শেরওয়ান আহমেদ, হৃদয় আহমেদ,
নাহিদ হোসেন খান, মোহাম্মেদ তারেক, তাহমিদ আহমেদ, আবু দারদা জিহাদ তামী প্রমুখ।
Discussion about this post