সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের পক্ষ সিলেটের বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রান বিতরন কার্যক্রম জোরদার করা হয়েছে।
বিরোধী দলীয় এ নেতার পক্ষে জাতীয় ছাত্র সমাজের সাবেক কেন্দ্রীয় নেতা মুজিবুর রহমান ডালিম গতকাল থেকে দুর্গত এলাকা জৈন্তাপুরে ত্রান বিতরন করেন।শতাধিক পানিবন্দি মানুষের মাঝে চিড়া, গুড়,কলা সহ নানা সামগ্রী বিতরন করা হয়।
এ সময় মুজিবুর রহমান ডালিম বলেন- সিলেটের বন্যা দুর্গতদের পাশে রয়েছেন বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। তিনি সার্বক্ষনিক বন্যার্তদের খবর নিচ্ছেন। শনিবার বিকেলে জৈন্তাপুর উপজেলার দরবস্ত করগ্রাম, চালল্লাইন ও মুটগঞ্জ এলাকার শতাধিক পরিবারের মধ্যে শুকনো খাবার পরিবেশন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টি নেতা জামাল উদ্দিন মেম্বার, আলহাজ্ব বশির উদ্দিন মেম্বার, শিক্ষক মখলিছুর রহমান, ইসমত আলী, মহিলাপার্ট নেতা রোজিনা বেগম, জেসি বেগম,
সাইফল্লাহ আহমদ ও হাজি বশির উদ্দিন প্রমুক।
Discussion about this post