চালিবন্দর বন্যা কবলিত অসহায় ২’শত পরিবারের মাঝে লায়ন্স ক্লাব অফ সিলেট হলিসিটি এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২১) মে বিকাল ৪টায় চালিবন্দর এলাকায় বন্যায় কবলিত পবিরারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, লায়ন্স ক্লাব অফ সিলেট হলিসিটি সব সময় অসহায় মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। তাদের কাজের ধারাবাহিকতায় বন্যা কবলিত এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছেন তারা। এভাবে আরো অসহায় মানুষের মাঝে দূর্যোগ মুহুর্তে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অফ সিলেট হলিসিটির সভাপতি চন্দন সাহা, সাবেক জেলা কেবিনেট ট্রেজারার লায়ন সাজুয়ান আহমদ, সাবেক কেবিনেট লায়ন প্রকৌশলী মোহাম্মদ আবু তাহের, সাবেক সভাপতি লায়ন কাজী আব্দুল মুকিত সুমন,
চালিবন্দর যুব কল্যাণ সংস্থার সভাপতি এডভোকেট অরুপ শ্যাম,সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ প্রমুখ।